Cantonment Board High School, Momenshahi Cantonment Momenshahi Cantonment School Code : 9707, Thana Code 276, Dist. Code -35 EllN No : 111848  
প্রতিষ্ঠান পরিচিতি

প্রতিষ্ঠান পরিচিতি

প্রতিষ্ঠান পরিচিতি

ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষে গড়ে ওঠা শিক্ষা নগরী হিসেবে সুপরিচিত ময়মনসিংহ জেলা শহরের অদূরে মোমেনশাহী সেনানিবাসের  অভ্যন্তরে বর্তমান ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় এর অবস্থান।

মোমেনশাহী সেনানিবাস এর অবস্থানরত সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা খাত থেকে বেতন প্রাপ্ত সদস্যদের সন্তান-সন্ততির লেখা পড়ার সুবিধার্থে ১৫ জুলাই ১৯৯০ সনে হাউজিং  এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোমেনশাহী ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় যাত্রা শুরু করে। প্রধান শিক্ষকসহ সাতজন শিক্ষক শিক্ষিকা ও তিনজন কর্মচারি নিয়ে প্রাথমিক শাখার শ্রেণী কার্যক্রম আরম্ভ হয় ।সময়ের পরিক্রমায় ০১ জানুয়ারি ১৯৯১ সনে ষষ্ঠ শ্রেণি খোলার মাধ্যমে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এ রূপান্তরিত হয় । পরবর্তীতে স্থান সংকুলান না হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও আমেরিকান সেনাবাহিনীর যৌথ উদ্যোগে প্রিকাস্ট স্ল্যাব দ্বারা নির্মিত তিনটি ব্লকে বিদ্যালয়টির স্থানান্তর করে নতুন আঙ্গিকে বিদ্যালয়টি কার্যক্রম শুরু হয়। ০১ জানুয়ারি ১৯৯২ কারিগরি এখানেই ৭ম ও ৮ম শ্রেণী কার্যক্রম শুরু হয়। ১৮ এপ্রিল ১৯৯২ মেজর জেনারেল মোঃ আবদুল মতিন বিপি, পিএসসি, এরিয়া কমান্ডার ও জেনারেল অফিসার কমান্ডিং ৯ম পদাতিক ডিভিশন অত্র বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন। ১৯৯৩  সনে অত্র বিদ্যালয়ের ৯ম শ্রেণী এবং ১৯৯৪ সালের ১০ম শ্রেণীর চালু করা হয়। ১৯৯৬  সনে অত্র বিদ্যালয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। বিদ্যালয় ভবন নিচু ভূমিতে স্থাপিত এবং ছাত্র-ছাত্রীদের পাঠদানের ব্যাঘাত সৃষ্টি হওয়ায় ১৯৯৬ সালে অত্র বিদ্যালয়টি পুনরায় হাউজিংয়ে এস্টেট ভবন হস্তান্তর করা হয়। কিন্ত ক্রমেই ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলে উক্ত ভবনে স্থান সংকুলান না হওয়ায় এবং পাঠদানের অনুকূল পরিবেশ না থাকায় ঊর্দ্ধতন কর্তৃপক্ষ বিদ্যালয়ের নিজস্ব ও স্বতন্ত্র নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করেন । নতুন ভবন নির্মাণের লক্ষ্যে একটি সুন্দর স্থান নির্বাচন করে ১০ মার্চ ১৯৯৮ নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রিগেডের মোহাম্মদ মাসুদুর রহমান বিপি, এনডিইউ ,পিএসসি জেনারেল অফিসার কমান্ডিং (স্থানাপন্ন), ১৯পদাতিক ডিভিশন। ২৭   জানুয়ারি ১৯৯৯ হতে নবনির্মিত ভবনের বিদ্যালয়ের শ্রেণিকার্য শুরু করা হয়। ২২ এপ্রিল ১৯৯৯ বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন লেঃ জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান বীর বিক্রম, এনডিসি, পিএসসি, সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে বিদ্যালয়টি শিশু শ্রেণি থেকে ১০ম শ্রেণী পর্যন্ত একটি পূর্ণাঙ্গ বিদ্যাপীঠ রূপে সগৌরবে তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন ।